Available: 9
বিপদ ও দুর্ঘটনা- এ দুটো জিনিস কখনও বলে-কয়ে আসে না। তবে যেকোনো প্রকার দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব যদি খানিকটা হলেও পূর্বপ্রস্তুতি থাকে। দুর্ঘটনা বা আকস্মিক কোনো অসুখ-বিসুখের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা একজন ব্যক্তির জীবন পর্যন্ত বাঁচাতে পারে।
কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বা আহত হলে এবং তাৎক্ষণিকভাবে তাকে উপযুক্ত চিকিৎসা দেওয়া সম্ভব না হলে সে ব্যক্তির জীবন বাঁচানোর জন্য প্রাথমিকভাবে তাকে যে ক্ষণস্থায়ী চিকিৎসা দেওয়া হয়, সেটাকেই আমরা প্রাথমিক চিকিৎসা বলে থাকি। উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা হওয়ার আগপর্যন্ত রোগীর শারীরিক অবস্থার যেন বেশি অবনতি না হয়, সেজন্য দীর্ঘ সময় ধরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার প্রয়োজন পড়তে পারে।
বক্সটি সেখানেই রাখবেন যেখানে আপনি ২৪ ঘন্টার সব থেকে বেশী সময় থাকেন।
1 | First Aid box, সবকিছু রাখার জন্য। |
---|---|
2 | থার্মোমিটার। |
3 | কটোন রোল (তুলা) |
4 | গজ রোল- ব্যান্ডেজ বা ইঞ্জুরি প্যাড করার জন্য |
5 | কাউচি |
6 | বমির ঔষধ। |
7 | হেক্সিসল বা স্যানিটাইজার। |
8 | ফোর্টসেপ (স্বর্না) |
9 | Alcohol Pad |
10 | Micropore - টেপ ব্যান্ডেজ করার জন্য। |
11 | Viodin /Povisef মলম - যেকোন ক্ষত এর জন্য। |
12 | বার্না ক্রিম ( পুড়ে যাওয়ার ক্রিম)। |
13 | গ্যাসের ঔষধ। |
14 | প্যারাসিটামল ঔষধ। |
15 | Gloves |
16 | নেবানল পাওডার। |
17 | One time Mask |
18 | Ors- খাওয়ার স্যালাইন। |
19 | One Time Strips |
20 | Dettol |
21 | Savlon Cream |
22 | Nasal Drop- নাক বন্ধ হলে বা শাসকষ্ঠ হলে |